দেশের ৯৮ ভাগ জায়গায় ফোরজি বিস্তার লাভ করেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
Advertisement
তিনি বলেন, আমরা এখন ফোরজির যুগে পৌঁছে গেছি। এটা অসাধারণ অর্জন বলে আমি মনে করি। এর জন্য টেলকো (টেলিকম) কোম্পানিগুলোকে বিশেষ ধন্যবাদ জানাই।
রোববার (২৯ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনাতয়নে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। নেটওয়ার্ক কাভারেজের পাশাপাশি ফোরজি ও ফাইভজির কার্যকারিতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, ২০১৮ সালে আমরা স্পেকট্রাম (তরঙ্গ) নিলাম করেছিলাম। সেটা ছিল ফোরজির জন্য। সেটার অগ্রগতি কিছুদিন আটকা ছিল করোনার কারণে। কিন্তু আমি টেলিকম কোম্পানিগুলোকে অনুরোধ করেছিলাম, আপনারা এখন এটা রোল অন করেন।
Advertisement
আলোচনা সভায় বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যসম্মত বার্ধক্য এবং উন্নত ডিজিটাল জীবনযাত্রা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এগিয়ে আসার আহ্বান জানান বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। তিনি বলেন, দেশে ৬৫ বছরের ওপরে জনসংখ্যার হার ৬ শতাংশ। ১৫ থেকে ৬৪ বছরের মানুষের সংখ্যা ৬৯ শতাংশ এবং ১৪ বছেরর নিচে ২৬ শতাংশ।
তবে বাংলাদেশের বয়োজ্যেষ্ঠরা অন্যান্য দেশের তুলনায় কম ইন্টারনেট সেবা ব্যবহার করছেন জানিয়ে বিটিআরসির চেয়ারম্যান বলেন, ডিজিটাল প্রযুক্তিতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে তারা পিছিয়ে আছেন। এজন্য সরকার, টেলিযোগাযোগ ও ডিজিটাল পরিষেবা প্রদানকারী, একাডেমিয়াসহ সংশ্লিষ্ট সবাইকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যসম্মত বার্ধক্য এবং উন্নত ডিজিটাল জীবনযাত্রা নিশ্চিতে এগিয়ে আসতে হবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে এক ‘রোড শো’ অনুষ্ঠিত হয়। এতে বিটিসিএল, টেলিফোন শিল্প সংস্থা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, ডাক অধিদপ্তর, মোবাইল অপারেটর, মোবাইল হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান, এনটিটিএন অপারেটর, বাংলাদেশ কম্পিউটার সমিতি, আইএসপিএবি, আইসিএক্স অপারেটর, আইআইজি অপারেটরসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্ত বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
Advertisement
বিটিআরসি কর্তৃক প্রকাশিত স্মরণিকার ওপর সংক্ষিপ্ত তথ্য উপস্থাপনা করেন কমিশনের সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ।
এইচএআর/কেএসআর