আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে আইপিএলের ১৫তম আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটানস এবং রাজস্থান রয়্যালস। প্রসঙ্গতঃ এ বছরেই আইপিএলে অভিষেক হয়েছে দুই ফ্রাঞ্চাইজির। যাদের মধ্যে অন্যতম গুজরাট টাইটান্স প্রথমবারই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে পৌঁছেছে ফাইনালে।
Advertisement
শিরোপা জয়ের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসের অবশ্য এটি অবশ্য দ্বিতীয় ফাইনাল। ২০০৮ সালে প্রথমবার ফাইনালে উঠে শিরোপা জিতেছিল তারা শেন ওয়ার্নের নেতৃত্বে। এরপর এ নিয়ে দ্বিতীয়বার ফাইনালে পৌঁছেছে তারা।
তবে এবারের আইপিএলের ফাইনালে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এমন দুই অধিনায়ক দুটি ফ্রাঞ্চাইজিকে নেতৃত্ব দিচ্ছেন, যারা কোনোদিন জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করেননি। আইপিএলের ইতিহাসে যা দুর্লভ। আইপিএলে আগের ১৪টি আসরের ফাইনালে এমন ঘটনা আর কখনো ঘটেনি।
বলা ভালো, এর আগে ১৪টি ফাইনালের ইতিহাসে কোনোদিন এমন ঘটনা ঘটেনি, যে ফাইনালে দুই অধিনায়কই জাতীয় দলকে কখনো নেতৃত্ব দেননি।
Advertisement
রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসন এবং গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ভারতের সিনিয়র দলের হয়ে খেললেও তারা কোনোদিন জাতীয় দলের অধিনায়কত্ব করেননি।
আরও মজার বিষয় হল দুই দলের সদস্য যারা রয়েছেন, তাদেরও কেউ কোনোদিন তাদের জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করার সুযোগ পাননি এখন পর্যন্ত। যে ঘটনা এবারই প্রথম ঘটছে আইপিএলে।
প্রসঙ্গতঃ ২০১৭ সালের ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল রাইজিং পুনে সুপার জায়ান্টস দলের। ওই ম্যাচে দুই দলের অধিনায়ক হিসেবে ছিলেন রোহিত শর্মা (মুম্বাই) এবং স্টিভেন স্মিথ (পুণে)।
রোহিত সে বছরের ডিসেম্বরে ভারতের হয়ে প্রথমবার অধিনায়কত্ব করলেও স্টিভেন স্মিথ ততদিনে অস্ট্রেলিয়া দলের হয়ে অধিনায়কত্ব করে ফেলেছিলেন বেশ কয়েকটি ম্যাচে।
Advertisement
আর পুণের হয়ে সেবার খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনিও। যিনি ভারতের হয়ে অধিনায়কত্ব করেছিলেন শুধু নয়, ততদিনে জেতা হয়ে গেছে দুটি বিশ্বকাপও। যদিও সেবার পুণের অধিনায়কত্ব তিনি করেননি।
ফলে ২০২২ সালের আইপিএলের ফাইনালে প্রথমবার এমন ঘটনা ঘটতে চলেছে যেখানে দুটি দলকে নেতৃত্ব দেবেন এমন দুই অধিনায়ক যারা কোনোদিন ভারতের হয়ে অধিনায়কত্ব করেননি।
আইএইচএস/