খেলাধুলা

জিমির অনন্য কীর্তির স্বীকৃতি দিলো এশিয়ান হকি ফেডারেশন

এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৬টি এশিয়া কাপ হকি খেলে যে অনন্য কীর্তি গড়েছেন বাংলাদেশের রাসেল মাহমুদ জিমি তার স্বীকৃতি দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)।

Advertisement

এশিয়ার হকি অভিভাবক সংস্থাটি রাসেল মাহমুদ জিমিকে প্রদান করেছে এএইচএফ মেরিট অব রিকগনিশন।

২০০৩ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়া কাপে প্রথম খেলেছিলেন রাসেল মাহমুদ জিমি। এরপর থেকে ইন্দোনেশিয়ায় চলমান এশিয়া কাপ দিয়ে তিনি অংশ নিলেন টানা ৬ আসরে। এই কীর্তি এশিয়ায় অন্য কারো নেই

২০০৩ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে শুরু করে ভারতের চেন্নাই, মালয়েশিয়ার কুয়ানতান ও ইপো এবং বাংলাদেশের ঢাকা হয়ে জিমি নিজের ষষ্ঠ এশিয়া কাপ খেলছেন এবার ইন্দোনেশিয়ার জাকার্তায়।

Advertisement

আরআই/আইএইচএস/