ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বর্তমান সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদুর রহমান বাচ্চুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিলে প্রাথমিকভাবে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হয়।তবে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তপন কুমার রায় চৌধুরী বলেন, আনুষ্ঠানিকভাবে আগামী রোববার নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে।নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি-মঞ্জুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক-আসম মোস্তাফিজুর রহমান মনু, মো. আব্দুল্লাহ্ আল আমীন পলাশ, মো. তরিকুল ইসলাম খোকন, সম্পাদক ভিজিলেন্স অ্যাডভোকেট মুন্সী আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম, ভর্তি সম্পাদক অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া ঝন্টু, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল জলিল ও অ্যাডভোকেট মো. আব্দুল আলিম (জাতীয় পার্টি)।এক প্রতিক্রিয়ায় সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক ও জেলা আইনজীবী সমিতির আজীবন সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর মনোনিত প্যানেল জয়ী হয়েছে। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরে নির্বাচিতরা শিল্পমন্ত্রীর বাসভবনে গিয়ে ফুল দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।উল্লেখ্য, ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির শেষ দিন গত ১৮ জানুয়ারি ২৪টি মনোনয়নপত্র বিক্রি হয়। এর মধ্যে আওয়ামী লীগ প্যানেল ১১টি ও বিএনপি প্যানেল সভাপতির পাদ বাদে ১০টি মনোনয়ন পত্র সংগ্রহ করে।এছাড়াও স্বতন্ত্রভাবে বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মল্লিক মুহাম্মদ নাসির উদ্দিন কবির, মো. মোশারফ হোসেন হাওলাদার ও এওআই আবু সাঈয়েদ সাধারণ সম্পাদক পদের মনোনয়নপত্র সংগ্রহ করলেও তারা জমা দান করেননি।মো. আতিকুর রহমান/বিএ
Advertisement