আগেরদিনই নেপালি ফুটবলার রবিন জানিয়েছিলেন, কাঠমান্ডুতে উৎসবের প্রস্তুতি চলছে কিভাবে। বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জয়ের পর সেই উৎসবের মাত্রাটা কোন পর্যায়ে পৌঁছেছে তা সহজেই অনুমেয়। তাতে অবশ্য আরও মাত্রা যোগ করে দিলো শিরোপাজয়ী নেপাল।বাহরাইনকে ৩-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপাটা উৎসর্গ করলো গত বছর ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে। ২০১৫ সালের ২৫ এপ্রিল ভয়াবহ ভূমিকম্পে ৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিয়েলন। ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েকলাখ পরিবার।ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নেপাল কোচ বালগোপাল মহারজন বলেন, ‘এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। শিরোপা জয়ের জন্য ঢাকায় আসিনি। এসেছিলাম এসএ গেমসের প্রস্তুতি নিতে। পরে যশোরে নেমে গ্রুপ দেখে মনে হলো সেমিফাইনাল খেলা উচিত আমাদের। সে থেকে সেমিফাইনালই ছিল আমাদের প্রাথমিক লক্ষ্য। লক্ষ্যটা অর্জন করে ফেলার পর যখন ফাইনালে পৌঁছলাম, আমরা আলোচনা করেছি শিরোপার এতো কাছে এসে খালি হাতে দেশে ফিরবো না।’তিনি আরও বলেন, `২৩ বছর পর শিরোপা জিতে আমরা যারপরনাই আনন্দিত। এই ট্রফি ২০১৫ সালের এপ্রিলে ভয়াবহ ভূমিকম্পে নিহত নেপালিদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করছি। আর আশা করি এই সাফল্য নেপাল ফুটবলের নতুন দিগন্ত উন্মোচনের সহায়ক হবে।`আইএইচএস/বিএ
Advertisement