খেলাধুলা

নতুনদের সামর্থ্য জানলেন মাশরাফি

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এবারের টি-টোয়েন্টি সিরিজ ছিল পরীক্ষা নিরীক্ষার সিরিজ। প্রথম দুই ম্যাচ জয় পাওয়ার পর তৃতীয় ম্যাচে চার অভিষিক্তসহ মোট পাঁচ খেলোয়াড় পরিবর্তন করে বাংলাদেশ। শেষ ম্যাচেও তিন পরিবর্তন। দল নিয়ে এই কাঁটাছেঁড়ার পর এশিয়া ও বিশ্বকাপের জন্য সেরা পনেরো নির্বাচনের নতুনদের সামর্থ্য সম্পর্কে ধারণা পেয়ে গেছেন বলে জানান বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কিছু ব্যাপার পাওয়া গেছে। আপনি যদি বলেন ১৫ জনের স্কোয়াড দিতে হবে, সেখানে ৮-৯ জন তো আগে থেকেই নিশ্চিত ছিল। কিছু জায়গা দেখার দরকার ছিল। সেখানে কিছুটা তো আমরা পেয়েছি। কার সামর্থ্য কেমন, একটা ধারণা পেয়েছি। কিন্তু সর্বোপরি এশিয়া কাপের আগে যে চ্যালেঞ্জ থাকবে, সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কারণ টি-টোয়েন্টিতে ১-২ ওভারেই খেলা বদলে যেতে পারে। আমাদের মানসিকভাবে তৈরি থাকতে হবে।’নতুনদের কেমন দেখলেন এই প্রশ্নে মাশরাফি বলেন, ‘নতুন বলতে রনি ভালো করেছে। আর যারা খেলেছে ১-২টা ম্যাচ, টেকনিক্যাল ব্যাপারগুলো আমার জন্য বলা কঠিন। যারা খেলেছে তারা চেষ্টা করেছে। হয়ত পারেনি।’নতুনদের দেখতে গিয়ে মুস্তাফিজ ও আল-আমিনের অভাব কতটুকু বোধ করেছেন এই প্রশ্নে তিনি বলেন, ‘মুস্তাফিজ সব মিলিয়েই বাংলাদেশের সেরা বোলার। বিশ্বের সেরাদের একজন সে। আল আমিন যে ফর্মে আছে, সেটাও দারুণ। তাদেকে বিশ্রাম দেওয়া হয়েছে এজন্যই যেন তারা আরও ভালোভাবে ফিট হয়ে আসুক শারীরিকভাবে। আর আমার মনে হয় ওরা দুজন থাকলে চিত্র অন্যরকম হতে পারত।’আরটি/আইএইচএস/এমএস

Advertisement