দেশজুড়ে

৪৪ বছর পর অন্ধকার ঘুচলো ৮৬টি পরিবারের

স্বাধীনতার ৪৪ বছর পর বিদ্যুতের আলোর মুখ দেখলো যশোরের সীমান্তবর্তী বেনাপোল পৌর এলাকার কলেজ রোড মধ্যপাড়া গ্রামের  ৮৬টি পরিবার। শুক্রবার বিকেলে নতুন বিদ্যুৎ সঞ্চালনের সুইচ টিপে শুভ উদ্বোধন করেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহমেদের সভাপতিত্বে বিদ্যুৎ সঞ্চালন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, ইব্রাহিম খলিল, শার্শা পল্লী বিদ্যুত সমিতি-১ এর ডিজিএম মনোয়ারুল ইসলাম ও বেনাপোল পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, বিএনপি জামায়াত বিদ্যুত খাতকে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছে। আগামী এক বছরের মধ্যে সারাদেশে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেবে আওয়ামী লীগ সরকার।উল্লেখ্য, এক কিলোমিটার এলাকায় বেনাপোল কলেজ রোড মধ্যপাড়া গ্রামে ৯ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে নতুন বিদ্যুৎ লাইনের সংযোগ দেয়া হয়েছে। স্বাধীনতার পর দীর্ঘ সময়ে এ গ্রামের মানুষ ছিল অন্ধকারে। আজ আলোর মুখ দেখতে পেয়ে বেশ খুশি তারা। বিদ্যুৎ লাইনের নতুন সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে শত শত গ্রামবাসী অংশগ্রহণ করেন। জামাল হোসেন/এমএএস/এমএস

Advertisement