আন্তর্জাতিক

কাবুলে বোমা হামলায় আহত ৭

আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলায় অন্তত সাত সেনা সদস্য আহত হয়েছেন। সেনাবাহিনীর একটি বাস লক্ষ্য করে মঙ্গলবার এ হামলা চালানো হয়।নিরাপত্তা কর্মকর্তারা জানান, মঙ্গলবার কাবুলের পার্শ্ববর্তী এলাকায় সেনা সদস্যদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে দূর নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে সাত সেনা সদস্য আহত হন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জহির আজমি বিষয়টি নিশ্চিত করেছেন।তালেবান বিদ্রোহীরা গণমাধ্যমে পাঠানো এক ই-মেইল বার্তায় এ হামলার দায় স্বীকার করেছে। এ ঘটনার কিছুক্ষণ পর ওয়াজির আকবর খান আবাসিক এলাকায় একটি গ্রেনেড হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। হামলাকারীকে আটক করেছে পুলিশ। ওই এলাকায় বিদেশী দূতাবাস, আন্তর্জাতিক গণমাধ্যমের অফিস ও ত্রাণ সংস্থার অফিস রয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকী জানান, কেউ একজন গ্রেনেড ছুড়ে মেরেছে। পুলিশ তাকে আটক করেছে। তিনি জানান, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। তবে তার লক্ষ্য এখনো স্পষ্ট নয়। - রয়টার্স

Advertisement