দেশজুড়ে

জয়পুরহাটে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

জয়পুরহাটের কালাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শিপন আক্তার (৪২) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

Advertisement

শনিবার (২৮ মে) ভোর রাতে উপজেলার দুধাইল-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপন একই গ্রামের তোজাম সরকারের স্ত্রী।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো ঘরের দরজা খোলা রেখে শিপন আক্তার এক ঘরে ও ছেলে শিহাবসহ বাবা অন্য ঘরে শুয়ে পড়েন। সকালে উঠে গলাকাটা অবস্থায় শিপনের মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

বাবা তোজাম সরকার ও ছেলে শিহাবের অভিযোগ, জমিজমা নিয়ে তাদের সঙ্গে প্রতিপক্ষ কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে দুর্বৃত্তরা ওই গৃহবধূকে হত্যা করে থাকতে পারে বলে তাদের অভিযোগ।

Advertisement

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুউদ্দীন গৃহবধূর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে।

রাশেদুজ্জামান/এমআরআর/এমএস

Advertisement