খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের গ্যালারীতে আসন বৃদ্ধির দাবি জানিয়েছেন সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। ওয়ালটন টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের শেষ ম্যাচ (শুক্রবার) দেখতে এসে তিনি এই দাবি জানান।সংসদ সদস্য মিজান বলেন, স্টেডিয়ামের গ্যালারীতে আজ (শুক্রবার) যে পরিমান দর্শক আছে, বাইরে অপেক্ষা করছে তার চেয়েও বেশী। তিনি বলেন, এখানে আগামীতে বড় বড় দলগুলো খেলতে আসবে। সে সময় আরো বেশী দর্শক হবে। তখন আর কোন উপায় থাকবে না। গ্যালারী বাড়াতেই হবে।মিজান সাংবাদিকদের বলেন, এই বিষয়টি আপনারা লেখেন। আমি ক্রীড়া প্রতিমন্ত্রীকে এ বিষয়ে ডিও দিয়েছি। উল্লেখ, বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ দেখতে কম করে হলেও ২৫ হাজার দর্শক ভিড় জমান খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম এলাকায়। কিন্তু স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাত্র ১০ হাজার।আইএইচএস/এমএস
Advertisement