বিশেষ প্রতিবেদন

ইউনিয়নেও শরিক নেবে না আওয়ামী লীগ

পৌরসভার মত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও এককভাবে লড়বে ১৪ দলীয় জোটের প্রধান শরিক দল আওয়ামী লীগ। শরিকেরা জোটগতভাবে নির্বাচনের প্রস্তাব দিলেও আওয়ামী লীগ তা ফিরিয়ে দিচ্ছে। তৃণমূল রাজনীতিতে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে শরিকদের এড়িয়ে চলতে চাইছে বলে সূত্রে জানা গেছে।সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া পৌরসভা নির্বাচনের আগে আওয়ামী লীগের কাছে জোটগতভাবে নির্বাচনের আহ্বান জানায় অন্যান্য শরিকেরা। এ নিয়ে জোটের মধ্যে একাধিকবার বৈঠকও হয়। কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এককভাবে স্থানীয় নির্বাচনে লড়ার পক্ষে অবস্থান নেয় বলে শরিকদের আহ্বান গুরুত্ব পায়নি। এ নিয়ে ১৪ দলের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন সেই সময়।পৌরসভার মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগ এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। পৌর নির্বাচনের ফলাফল এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় আওয়ামী লীগ।এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ জাগো নিউজকে বলেন, ১৪ দলীয় জোট গঠিত হয়েছে একটি সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে। আমরা লক্ষ্য পূরণে জোটগতভাবে কাজ করে যাচ্ছি। আর এটি কেবল জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই নিজেদের ঐক্যতার প্রকাশ।তিনি বলেন, স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে লড়ার পক্ষেই অবস্থান নিয়েছে। এতে তৃণমূলের রাজনীতি আরও শক্ত হবে। অন্যদিকে শরিকরা আলাদাভাবে নির্বাচনে অংশ নিয়ে তাদের তৃণমূলের অবস্থানও যাচাই করার সুযোগ পাবে।পৌরসভায় দর কষাকষিতে হালে পানি না পেয়ে এককভাবে নির্বাচনে অংশ নেয় ওয়ার্কাস পার্টি, জাসদসহ জোটের কয়েকটি শরিক দল। বেশ কয়েকটি পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিলেও একটিতেও জিততে পারেনি শরিক দলগুলোর প্রার্থীরা। ভরাডুবি হয় সর্বত্রই। শরিকেরা আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে কারুচুপি, জালিয়াতির অভিযোগ তুললেও, তা ছিল ছোট পরিসরে। শরিকদের অভিযোগ পাত্তা দেয়নি আওয়ামী লীগ।আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের মধ্যে তফাত রয়েছে। আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোট করেছি। তবে যে কোনো নির্বাচন নিয়ে জোটগত আলোচনা হতেই পারে।এ বিষয়ে জানতে চাইলে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া জাগো নিউজকে বলেন, জোটগত সিদ্ধান্ত হলে আমরা অবশ্যই স্বাগত জানাব। পৌর নির্বাচনের আগেও আমরা জোটগত সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি এককভাবে লড়ার সিদ্ধান্ত হয়, আমরা তাতেও প্রস্তুত আছি। ইতোমধ্যেই দলে এ ব্যাপারে আলোচনা হয়েছে।এএসএস/এআরএস/এমএস

Advertisement