ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে শনিবার। নতুন শিক্ষাবর্ষের সব ভর্তি কার্যক্রম শেষ হওয়ায় নির্ধারিত সময়ানুযায়ী স্ব-স্ব বিভাগে ক্লাস চালু হবে বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে।এ ব্যাপারে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ বলেন, ইতিমধ্যে শুষ্ঠুভাবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তির সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার থেকে নতুন শিক্ষাবর্ষের সকল বিভাগে যথারীতি ক্লাস শুরু হবে।প্রসঙ্গত, এ বছর ৫টি অনুষদের অধীনে ২৫টি বিভাগে মোট ১৬৯৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। এআরএ/এমএস
Advertisement