শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মই গঠন করবে উন্নত জাতি। দারিদ্রতার অবসান ঘটিয়ে এই দেশটাকে পরিবর্তন করে একটি আধুনিক রাষ্ট্রে রুপান্তরিত করতে চাই। এটাই মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল। এই লক্ষ্য অর্জনে নতুন প্রজন্ম সক্রিয় ভূমিকা রাখবে। এটাই তাদের প্রতি আমাদের আহ্বান। শিক্ষার্থীরাই হবে আধুনিক স্বনির্ভর বাংলাদেশের নির্মাতা। মঙ্গলবার দুপুরে বান্দরবান ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তি উৎসবে মন্ত্রী এসব কথা বলেছেন। পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাহাড়ের শিক্ষা ব্যবস্থারও অনেকটা অগ্রগতি হয়েছে। সরকারও চাই এই অঞ্চলেল মানুষের শিক্ষা, দিক্ষাসহ সর্বক্ষেত্রে উন্নতি হোক। সেই লক্ষ্যেই বর্তমান প্রধানমন্ত্রী ১৯৯৭ সালে পাহাড়ের সমস্যা সমাধানে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন। তিনি বলেন, পাহাড়ে শিক্ষার উন্নয়নে নতুন নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। বর্তমান সমস্যা হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে শিক্ষক সংকটসহ অবকাঠামোগত নানা সমস্যা, এগুলো সারাদেশেরই সমস্যা। প্রাশ্চাদপদ এলাকাগুলোর দিকে বাড়তি নজর দেয়া হচ্ছে, যাতে তারাও সমান ভাবে শিক্ষার সুযোগ পায়।এদিকে সকালে শিক্ষামন্ত্রী স্থানীয় রাজারমাঠে বেলুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি র্যালিতে অংশ নেন। এছাড়াও শিক্ষা ন্ত্রী বিদ্যালয়ের ডরমেটরি ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয়ের প্রাত্তন শিক্ষক-ছাত্রদের অস্থায়ী স্মৃতিসোধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিলভে স্টার মৃধা, সুবর্ণ জয়ন্তি উৎসব কমিটির সভাপতি মংক্যচিং চৌধুরী, সাধারণ সম্পাদক লক্ষি পদ দাশ’সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
Advertisement