দেশজুড়ে

বান্দরবানে গাড়ি খাদে পড়ে বুয়েটের ৩ কর্মচারী নিহত

বান্দরবানের থানচি উপজেলার জীবননগরে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

Advertisement

বৃহস্পতিবার (২৬ মে) সকাল সোয়া ১০টায় বান্দরবন থেকে থানচি যাওয়ার পথে নীলদিগন্ত পর্যটন স্পট পরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকা লালবাগ এলাকার জামেতুল্লাহের ছেলে হামিদুল ইসলাম (৪১) ময়মনসিংহের মঞ্জুরুল ইসলাম (৪০) ও ফরিদপুরের জয়নাল আবেদীন (৩২)।

তাদের মধ্যে হামিদুল ইসলাম (৪১) ঘটানস্থলে মঞ্জুরুল ইসলাম (৪০) হাসপাতালে নেওয়ার পথে এবং জয়নাল আবেদীন (৩২) হাসপাতলে ভর্তির পর মারা যায়। তারা সবাই বুয়েটের সিকিউরিটি গার্ড।

Advertisement

আহতরা হলেন, মাগুরার গুলবাহারের ছেলে ওয়াহিদুজ্জামান (৪০), ঢাকা নবীনগর এলাকার মৃত আবদুল হালিমের ছেলে ফারুক (৪০), ঢাকা নিউমার্কেট এলাকার আলামীনের ছেলে মিলন (৩০), মানিকগঞ্জের নাছির উদ্দীনের ছেলে রাজিব মিয়া (৩০), ঢাকার গুলবক্সের ছেলে ফয়সাল (৩৫) এবং গাইবান্ধার মুজিবুর রহমানের ছেলে মো. আবদুল মালেক (৫২)।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৯ জনের একটি পর্যটকদল এক্স নোয়া মাইক্রো নিয়ে থানচি আসছিলেন। নীলদিগন্ত পর্যটন স্পট পরবর্তী এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশ ফুট নিচে খাদে পড়ে যায়। এসময় তিনজনের মৃত্যু হয়। গাড়ির চালক ছাড়া বাকি সবাই বুয়েটের সিকিউরিটি গার্ড। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বান্দরবান সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী জাগো নিউজকে জানান, হামিদুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় জয়নাল আবেদীন মারা যান।

Advertisement

অন্যদের মধ্যে ওয়াহিদুজ্জামান, ফারুক, মিলন, রাজিব মিয়া, ফয়সাল, মো. আবদুল মালেকের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

নয়ন চক্রবর্তী/এমআরআর/এএসএম/এমএস