খেলাধুলা

পাকিস্তানকে উড়িয়ে সিরিজ নিউজিল্যান্ডের

পাকিস্তানের সামনে দারুণ সুযোগ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের পাশাপাশি টি-টুয়েন্টি র্যাবঙ্কিংয়ে উন্নতি ঘটানোর। তবে কোরি অ্যান্ডারসনের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে পাত্তাই পেল না শহিদ আফ্রিদির দল। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ৯৫ রানের বড় ব্যবধানে হেরে ১-২ ব্যবধানে সিরিজ হারলো পাকিস্তান।নিউজিল্যান্ডের দেওয়া ১৯৭ রানের পাহাড়সম লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। দলীয় ৭ রানের মাথায় মোহাম্মদ হাফিজের বিদায়ের পর ১৪ ও ১৫ রানের মাথায় ফিরে যান যথাক্রমে আহমেদ শেহজাদ ও মোহাম্মদ রিজওয়ান। হাফিজকে ফেরান ট্রেন্ট বোল্ট; আর শেহজাদকে আউট করেন কোরি অ্যান্ডারসন। অন্যদিকে রিজওয়ান রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন।১৫ রানে শীর্ষ তিন ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন শোয়েব মালিক ও সরফরাজ। তবে দলীয় ৩৬ রানের মাথায় মালিক ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। এরপর ৫৫ রানের মাথায় উমর আকমল ফিরে গেলে সফরকারীদের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।৫৫ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনের কোমড় ভেঙে যায়। সেখান থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি আফ্রিদির দল। ১৬.১ ওভারে ১০১ রানে গুটিয়ে গিয়ে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয় পাকিস্তানকে। নিউজিল্যান্ডের হয়ে ইলিয়ট ও মিলনে তিনটি করে এবং অ্যান্ডারসন নেন দুটি উইকেট।এর আগে ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে কোরি অ্যান্ডারসন, মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনের দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। অ্যান্ডারসন ৪২ বলে সমান ৬টি চার ও ৪টি ছক্কায় করেন সর্বোচ্চ ৮২ রান। এছাড়া গাপটিল ১৯ বলে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪২ ও উইলিয়ামসন করেন ৩৩ রান।আগামী সোমবার ওয়েলিংটনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। এরপর দল দুটি ২৮ ও ৩১ তারিখে সিরিজের শেষ দুটি ম্যাচ খেলবে।এমআর/এমএস

Advertisement