জাতীয়

৭ দাবিতে গার্মেন্টস শ্রমিকদের লাল পতাকা মিছিল

গার্মেন্টস শ্রমিকদের মজুরীর ৫০% মহার্ঘ্যভাতা, রেশনিং চালু ও সোয়েটার কারখানায় জেকার মেশিন স্থাপন বন্ধ সহ ৭ দফা দাবিতে সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ  সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।সমাবেশে শ্রমিক নেতারা বলেন, সোয়েটার কারখানার মালিকরা জেকার মেশিন স্থাপন করে মেশিন প্রতি ২৮ জন শ্রমিক বেকার করে দিচ্ছে। ইতিমধ্যে লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে।তারা বলেন, গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য চলতি মাস থেকে মজুরীর ৫০% মহার্ঘ্যভাতার পাশাপাশি শ্রমিকদের জন্য চাল, আটা, ভোজ্যতেল, চিনি, শিশুখাদ্য গুড়াদুধ ও ডাল রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।শ্রমিকদের থাকার জন্য কারখানার আশেপাশে বাসস্থান (ডরমেটরী) তৈরি এবং বাড়িভাড়া আইন কঠোরভাবে প্রয়োগের দাবিও জানান তারা।জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য সচিব সৈয়দ সুলতান আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, শ্রমিক নেতা তৌহিদুর রহমান, রোকেয়া সুলতানা, আলী রেজা হায়দার, শেফালী হোসেন প্রমুখ।এএস/এআরএস/পিআর

Advertisement