জোকস

আজকের কৌতুক: ব্যাচেলর ও সুখী দম্পতির পার্থক্য

ব্যাচেলর ও সুখী দম্পতির পার্থক্যপ্রশ্নকর্তা: ব্যাচেলর ও সুখী দম্পতির মধ্যে পার্থক্য কী?প্রার্থী: ব্যাচেলর অবস্থায় দেখবেন সুখী দম্পতির ছড়াছড়ি। আর বিয়ের পর চোখে পড়বে সুখী ব্যাচেলরদের আনন্দ-উচ্ছ্বাস।

Advertisement

প্রশ্নকর্তা: তাহলে বেইজ্জতি আর স্ত্রীর মধ্যে সম্পর্ক কী?প্রার্থী: দুটোই এক আজব জিনিস, অন্যের হলে ভালো লাগে!

****

কাগজের ম্যাপে নদী খোঁজাপড়া ফাঁকি দেওয়া ছাত্রকে পাকড়াও করলেন শিক্ষক—শিক্ষক: বল, মেঘনা নদী কোথায় প্রবাহিত?ছাত্র: জমিনের ওপর প্রবাহিত, স্যার?শিক্ষক: এই ম্যাপের মধ্যে এসে দেখা, মেঘনার জলধারা কোথা থেকে উৎপন্ন হয়ে কোথায় গিয়ে মিশেছে?ছাত্র: আপনার মানচিত্র তো কাগজের তৈরি। পানি লাগলেই ভিজে যাবে। সেখানে নদী থাকার কোনো চান্সই নাই!

Advertisement

****

উলুবেড়িয়া এখন দুটো দেশবিকেলে মহল্লার একটি চায়ের দোকানে কথোপকথন হচ্ছে। চা ওয়ালা ছিলেন বিহারি। তিনি বললেন—চা ওয়ালা: আরে, আউর এক টিম থা না, ওয়ার্ল্ড কাপ মে, উলুবেড়িয়া।বাঙালি ভদ্রলোক: ওটা তো এখন আলাদা দুটো দেশ হয়ে গেছে। উরুগুয়ে আর বুলগেরিয়া।

কেএসকে/এমএস

Advertisement