ধর্ম

জুমআর দিনের ফজিলত

আল্লাহ তাআলা দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমআর দিন। এ দিনের মর্যাদা অনেক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস তুলে ধরা হলো-হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘কল্যাণময় দিন যার উপরে সূর্য উদিত হয়েছে তা হলো জুমআর দিন। সে দিনে হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, সেদিনে তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং জান্নাত থেকে বের করা (পৃথিবীতে পাঠানো) হয়েছে আবার এ জুমআর দিনেই কিয়ামত অনুষ্ঠিত হবে।’ (মুসলিম)আল্লাহ তাআলা জুমআর দিনের গুরুত্ব উপলব্দি করে উত্তম দিনে উত্তম আমল করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/পিআর

Advertisement