জাতীয়

ঢাকায় এসে অজ্ঞানপার্টির খপ্পরে নওগাঁর অধ্যক্ষ, খোয়ালেন সর্বস্ব

রাজধানীর গেন্ডারিয়ার কাঠেরপুলে যাত্রীবাহী বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মিজানুর রহমান (৫৮) নামে একজন শিক্ষক সর্বস্ব খুইয়েছেন। তিনি নওগাঁর পোরশা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ। বিশেষ কাজে তিনি রাজধানীতে এসেছেন।

Advertisement

মঙ্গলবার (২৪ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তার স্টোমাক ওয়াশ করিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

মিজানুর রহমান নওগাঁর পোরশা উপজেলার মো. আফসার উদ্দিনের ছেলে।

ভুক্তভোগীর সহকর্মী ইলিয়াস হোসেন জানান, মিজানুর রহমান নওগাঁ পোরশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ। জরুরি কাজে তিনি ঢাকায় এসেছেন। মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুর থেকে একটি বাসে ওঠেন তিনি। বাসে অজ্ঞানপার্টির সদস্যরা তাকে অচেতন করে দামি মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগে নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে।

Advertisement

তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার স্টোমাক ওয়াশ করা হয়েছে। বর্তমানে তিনি ঢামেকের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এখনো তার জ্ঞান ফেরেনি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘অচেতন অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।’

কাজী আল-আমিন/এএএইচ/এমএস

Advertisement