আন্তর্জাতিক

তাজিকিস্তানে উগ্রপন্থা ঠেকাতে দাঁড়ি কেটে দিচ্ছে পুলিশ

তাজিকিস্তানে ধর্মীয় উগ্রপন্থা প্রতিরোধে গত দু বছরে কয়েক লাখ লোকের দাঁড়ি কেটে দিয়েছে দেশটির পুলিশ। খবর বিবিসি। দেশটির মুসল্লিরা অভিযোগ করে বলেছেন,  ‘অ্যান্টি-র্যাডিকালাইজেশন’ কর্মসূচির অধীনে শুধুমাত্র খাতলন অঞ্চলেই জোর করে ১৩ হাজার লোকের দাঁড়ি কামিয়ে দিয়েছে পুলিশ। এছাড়াও ওই লোকদের আঙুলের ছাপও রেখে দিচ্ছে পুলিশ।এদিকে কর্তৃপক্ষ বলছে, দাঁড়ি রাখা এমন একটি প্রবণতা যা বিজাতীয় বা ‘বাইরে থেকে আসা’ - এবং ‘তাজিক সংস্কৃতির সাথে অসামঞ্জস্যপূর্ণ`।দাঁড়ি কেটে দেয়া হয়েছে এমন এক ব্যক্তি হচ্ছেন দিওভিদ আকরামভ। তিনি বলেন, পুলিশ তাকে বাড়ির সামনেই থামায় এবং তার সাত বছরের ছেলেকেসহ থানায় নিয়ে যায়। তারা আমাকে জনগণের শত্রু বলে গালাগালি করে। এর পর দুজন পুলিশ আমার হাত ধরে রাখে, আর আরেকজন আমার দাঁড়ি কামিয়ে দেয়।এক প্রতিবেদনে বলা হয়, এই কর্মসূচির লক্ষ্যবস্তু হচ্ছেন হিজাব পরা মহিলারাও। ইতোমধ্যে দেশটিতে স্কুল-বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। এদিকে, দেশটির প্রেসিডেন্ট এমোমালি রাহমান দেশের লোকদের বাইরের মূল্যবোধ, পোশাক ও সংস্কৃতি গ্রহণ না করার আহ্বান জানিয়েছেন।এসকেডি/পিআর

Advertisement