দেশজুড়ে

অন্ধকারে ঝিনাইদহের ১৯৮টি গ্রাম

এখনও ঝিনাইদহের ১৯৮টি গ্রামের হাজারো মানুষের ঘরে বিদ্যুতের অলো পৌঁছানো সম্ভব হয়নি। এ সকল গ্রামের মানুষজন দিনের পর দিন অন্ধকারে বসবাস করছে। ঝিনাইদহ ­পল্লীবিদ্যুৎ সমিতির ২০তম বার্ষিক সদস্য সভায় এ তথ্য জানানো হয়।ঝিনাইদহ পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি সৈয়দ নাসির বলেন, গত এক বছরে ঝিনাইদহ প­ল্লীবিদ্যুৎ সমিতি জেলার ৯৪৭টি গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে চার হাজার ২৫২ কিলোমিটার লাইন নির্মাণ করেছে। গ্রাম বিদ্যুতায়নের মাধ্যমে জেলার ১ লাখ ৬৪ হাজার ৫৪৩ জন গ্রাহককে বিদ্যুৎ সুবিধা দেয়া হয়েছে। এছাড়া ২০১৪-১৫ অর্থবছরে জেলায় ১৭৫.৮৮১ কিলোমিটার নতুন লাইন নির্মাণ করা হয়েছিল। ঝিনাইদহ সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল বলেন, তারা ৪.২৭ টাকা দরে প্রতি ইউনিট বিদ্যুত কিনে সিস্টেম লসসহ ৫.৯০ টাকায় বিক্রি করছে। প্রতি মাসে ঝিনাইদহ পবিস আনুমানিক দুই কোটি টাকার লোকসান দিচ্ছে। তারপরও এই বিভাগটি নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সুবিধা দিতে ৫টি উপকেন্দ্র নির্মাণসহ মেগা পরিকল্পনা হাতে নিয়েছে।এসএস/পিআর

Advertisement