খেলাধুলা

ভারত-পাকিস্তান ম্যাচে ছিল বাংলাদেশও

হিরো এশিয়া কাপ হকির প্রথম দিনেই মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান। ইন্দোনেশিয়ার জাকার্তায় সোমবার অনুষ্ঠিত 'এ' গ্রুপের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে কেউ হারেনি। ড্র হয়েছে ১-১ গোলে।

Advertisement

ভাগ্য ভালো পাকিস্তানের। হারতে যাওয়া ম্যাচটি তারা ড্র করেছে শেষ মুহূর্তে। নবম মিনিটে সেলভাম কার্থির পেনাল্টি কর্নারের গোলে এগিয়ে গিয়েছিল ভারত। ৫৮ মিনিট পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়ন ভারত এগিয়েছিল। শেষ মিনিটে পাকিস্তানের রানা আবদুল পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন।

এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বির ম্যাচে ছিল বাংলাদেশও। এই ম্যাচের দুই ফিল্ড আম্পায়ারে মধ্যে একজন ছিলেন বাংলাদেশের সেলিম লাকি। আরেক আম্পয়ার ছিলেন জামানির বেন গোয়েৎজেন।

প্রথম দিনে অন্যান্য ম্যাচে 'এ' গ্রুপে জাপান ৯-০ গোলে স্বাগতিক ইন্দোনেশিয়াকে, মালয়েশিয়া ৭-০ গোলে ওমানকে এবং কোরিয়া ৬-১ গোলে বাংলাদেশকে পরাজিত করেছে।

Advertisement

আরআই/আইএইচএস/