লাইফস্টাইল

লং কোভিডে ভুগছেন কি না বুঝবেন যেভাবে

লং কোভিডে ভুগছেন কি না বুঝবেন যেভাবে

করোনা আতঙ্ক এখনো বিরাজমান সবার মনে। বিশ্বের বিভিন্ন স্থানে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরাও ভুগছেন লং কোভিডে।

Advertisement

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য অনুযায়ী, করোনা থেকে সেরে ওঠার পরও শরীরে কিছু লক্ষণ অনেকদিন পর্যন্ত ভোগায়। যাকে বলা হয় লং কোভিড। যতদিন যাচ্ছে ততই লং কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিসেম্বর ২০২১ এর হিসাব অনুযায়ী, ১০ থেকে ২০ শতাংশ করোনা আক্রান্ত মানুষের লং কোভিডের সমস্যা থাকে।

এই তথ্য অনুযায়ী, বেশিরভাগ মানুষেরই কোভিড সেরে যায়। তবে কিছু প্রামাণ্য নথি জানাচ্ছে যে, ১০ থেকে ২০ শতাংশ ক্ষেত্রে মাঝারি থেকে লং টার্ম সমস্যা দেখা যায়।

Advertisement

লং কোভিডের লক্ষণ কী কী?

১. ক্লান্তি২. শ্বাসকষ্ট৩. স্মৃতিশক্তি কমে যাওয়া৪. মনোযোগ দিতে সমস্যা৫. ঘুমের সমস্যা৬. অনবরত কাশি৭. বুকে ব্যথা৮. কথা বলতে সমস্যা৯. পেশির সমস্যা১০. স্বাদ-গন্ধ চলে যাওয়া১১. অবসাদ ও১২. উৎকণ্ঠা ইত্যাদি। ১৩. ডায়ারিয়া১৪. পেটে ব্যথাও হতে পারে১৫. মাসিকচক্রের পরিবর্তন ও১৬. ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কোভিড ১৯ থেকে সেরে ওঠার মোটামুটি ৩ মাস বাদেই লং কোভিড ধরা পড়ে। করোনা থেকে সেরে ওঠার পরও ক্লান্তি ও শ্বাসকষ্ট দেখা দেওয়াও লং কোভিডের লক্ষণ। এমন লক্ষণ কখনো কমে আবার বেড়ে যেতে পারে।

তাই লং কোভিডের লক্ষণ দেখা দিলেই সতর্ক হয়ে যাওয়া জরুরি। চিকিৎসকের পরামর্শ মেনে চললে এই সমস্যা থেকে সহজেই মুক্তি মেলে।

Advertisement

সূত্র: সিএনবিসি

জেএমএস/জিকেএস