দেশজুড়ে

অফিস ফাঁকির অভিযোগে দুই কাস্টমস কর্মকর্তাকে শোকজ

সময়মতো অফিস না করায় বেনাপোল কাস্টমস হাউজের দুই কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। গত ১৬ মে ওই দুই কর্মকর্তাকে শোকজ করেন কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান।

Advertisement

ওই কর্মকর্তারা হলেন- বেনাপোল কাস্টমস হাউজের উপ-কমিশনার আবদুল কাইয়ুম ও তানভীর আহম্মেদ। তারা এরই মধ্যে শোকজের জবাবও দিয়েছেন বলে জানা গেছে।

নোটিশে বলা হয়, গত ১৬ মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপনাদের অফিসে পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত না করায় সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮-এর বিধি-৩ (খ) অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য করা হলো। কেন আপনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে জবাব দিতে হবে।

একাধিক আমদানিকারক ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ী অভিযোগ করেন, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস টাইম হলেও কর্মকর্তাদের অনেকেই খেয়াল-খুশিমতো অফিস করেন। সহকারী ও উপ-কমিশনারদের মধ্যে ঠিকমতো অফিসে না আসার প্রবণতা বেশি। তাদের ফোন করলে ব্যস্ত আছেন বলে জানানো হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়। এসব কর্মকর্তার কারণে অনেক সময় আমদানি করা পণ্য বন্দরে পড়ে থাকে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা।

Advertisement

এর আগে বেনাপোল কাস্টম হাউজের উপ-কমিশনার বিল্লাল হোসেনসহ আরও ১৬ জন রাজস্ব কর্মকর্তাকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করে কর্তৃপক্ষ। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে শুল্কফাঁকি চক্রকে প্রশ্রয় দেওয়ার অভিযোগও ছিল।

কমিশনার মো. আজিজুর রহমান জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা এরই মধ্যে জবাব দিয়েছেন। ভবিষ্যতে কোনো কর্মকর্তা ছুটি বাদে অফিস ফাঁকি দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মো. জামাল হোসেন/এএএইচ

Advertisement