বিশ্ব টেনিসে ফিক্সিংয়ের খবরে তোলপাড় বিশ্ব ক্রীড়াঙ্গন। বিবিসি এবং বাজফিডের খবর সত্যি হলে, কোন কোন গ্র্যান্ডস্লামজয়ী এই মহা অপরাধের সঙ্গে জড়িত তা প্রকাশ্যে বের হওয়ার অপেক্ষায় পুরো টেনিসমহল। তবে, বিসিসি এবং বাডফিডের খবর প্রকাশ হওয়ার পরপরই যখন নোভাক জকোভিচ বলেছিলেন, ২০০৭ সালে তাকে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হয়েছিল, তখন থেকেই বিতর্কের একটা ঢেউ ওঠে। কেউ কেউ বলছিলেন, জকোভিচ কেন এতদিন এ খবরটা চেপে রেখেছিলেন? কেন তিনি এটা এতদিন প্রকাশ করেননি। কেউ কেউ বলছিলেন, জকোভিচকে দিয়েই শুরু করা হোক তদন্ত।এবার খোদ জকোভিচের নামেই তোলা হচ্ছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। বলা হচ্ছে, ২০০৭ সালেই প্যারিসে ফ্যাব্রিক সান্তোরোর বিপক্ষে ম্যাচটিতে জকোভিচ ম্যাচ ফিক্সিং করেছিলেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে সার্বিয়ান তারকা জোকার যখন খেলছিলেন, তখনিই ইতালিয়ান একটি সংবাদ মাধ্যম তার বিপক্ষে এই অভিযোগের আঙ্গুল তোলে। তবে এই অভিযোগ শোনার পর রেগে-মেগে তোলপাড় ফেলে দিলেন জোকার। বললেন, ‘সবকিছু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। কি বলা হয়েছে ওখানে? আমি ম্যাচে হেরে গেছি! আমি জানি না আপনারা কোনও গল্প তৈরি করতে চাইছেন কি না। প্রথম সারির খেলোয়াড়দের শুরুর দিকে হেরে যাওয়ার ওপরই হয়তো সেই গল্পটা বানানোর চেষ্টা হচ্ছে। এগুলো সম্পূর্ণ বানোয়াট।’ফিক্সিং নিয়ে এই তারকা আরও বলেন, ‘এটা সত্য নয়। এ ব্যাপারে আমার অবস্থান সবসময় একই ছিল। এখন নানা ধরনের অভিযোগ আনা হচ্ছে। এ বিষয়ে দুদিন আগেই আমি সব বলেছি। কেউ যথার্থ প্রমাণ না নিয়ে আসা পর্যন্ত আমি বলব, এটা গুজব।’আইএইচএস/পিআর
Advertisement