জাতীয়

নতুন নৌ প্রধান রিয়ার এডমিরাল নিজামউদ্দিন

রিয়ার এডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদকে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।  ২৭ জানুয়ারি ভাইস এডমিরাল পদে পদোন্নতি নিয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম ফরিদ হাবিবকে ২৭ জানুয়ারি থেকে অবসর গ্রহণ করবেন। ফলে রিয়ার এডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন তার স্থলাভিষিক্ত হবেন। রিয়ার এডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ বর্তমানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এসএ/এএইচ/পিআর

Advertisement