ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে শুরু হয়েছে চার দিনব্যাপী বিতর্ক উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় হল অডিটোরিয়ামে উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আখতারুজ্জামান।উৎসবে ঢাকা ও ঢাকার বাইরে থেকে কলেজ পর্যায়ে ২৪টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪০টি দল অংশগ্রহণ করছে। অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার কলেজ বিতর্কের প্রথম রাউন্ড থেকে সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।এছাড়া দ্বিতীয় দিন আগামীকাল (শুক্রবার) বিশ্ববিদ্যালয় বিতর্কের ১ম, ২য় রাউন্ড অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন শনিবার বিশ্ববিদ্যালয় বিতর্কের কোয়ার্টার ফাইনাল এবং সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে। চতুর্থ দিন রোববার বিকেল ৪টায় ফাইনাল বিতর্ক শেষে সন্ধ্যা ৬টায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।‘চপস্টিক ৫ম আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০১৬’-এর আয়োজক হল বিতার্কিকদের সংগঠন হাউজ অব ডিবেটরস।এমএইচ/আরএস/পিআর
Advertisement