বিনোদন

শুক্রবার থেকে চার প্রেক্ষাগৃহে আন্ডার কনস্ট্রাকশন

আলোচিত চলচ্চিত্র ‌‘আন্ডার কনস্ট্রাকশন’ আগামীকাল শুক্রবার (২২ জানুয়ারি ) রাজধানীর চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্যও করেছেন রুবাইয়াত হোসেন। এটি তার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র।ছবিটি আগামীকাল বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, বলাকা এবং শ্যামলীতে মুক্তি পাচ্ছে। এরপর দেশের বিভিন্ন মিলনায়তনে বিকল্প উপায়ে ছবিটির প্রদর্শনী হবে- এমনটাই জানালেন এশিয়ার প্রভাবশালী নারী নির্মাতা রুবািইয়াত। ছবিটির বাংলাদেশ প্রিমিয়ার হয় গেল ১৪ জানুয়ারি, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে। আর গেল জুনে উত্তর আমেরিকার সিয়াটল চলচ্চিত্র উৎসবে হয় ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। খনা টকিজ প্রযোজিত দ্বিতীয় এই ছবিটি এরপর অংশ নিয়েছে ২২টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ফিলিপাইনের সালামিন্দানাও এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে জিতেছে গোল্ডেন ডুরিয়ান পুরস্কার। ছবির গল্পে রয়া থিয়েটারকর্মী, ময়না গৃহকর্মচারী আর রয়ার মা একজন স্বাবলম্বী মানুষ। কিন্তু সমস্ত কিছুর পরে তিন জন নারী সমাজের তিন দিক থেকে যেন উঠে দাঁড়ায় পর্দাজুড়ে। নন্দিনী চরিত্রে বারো বছর অভিনয় করে চলা রয়া নন্দিনীকে খুঁজে ফেরে। রক্তমাংসের নন্দিনীকে এ সমাজেই সে খুঁজে পায়, এই ইট কাঠ পাথরের ধুলো ধূসরিত শহরে। ময়নাকে না হারাতে চাওয়ার মাঝেও সমস্ত নারী সত্ত্বাকে নিয়ে পূর্ণাঙ্গভাবে জেগে ওঠার এক ইচ্ছে কাজ করে হয়তো রয়ার। কিংবা মায়ের কাছে বাবা সম্পর্কে নেতিবাচক কথাগুলোর মধ্য দিয়ে জীবনের যন্ত্রণাই উঠে আসে।বলিউড তারকা শাহানা গোস্বামী ও রাহুল বোসসহ চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন শাহাদাত, মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন, রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে। পোশাক পরিকল্পক শাহরুখ আমিন, শিল্প নির্দেশক জয়া হক, সেট ডিজাইনার নীতি মাহবুব ও সম্পাদনার দায়িত্ব পালন করেছেন সুজন মাহমুদ। আর ছবির সংগীত পরিচালনা করেছেন অর্ণব। ছবিতে ‘তোমায় গান শোনাব’ শিরোনামে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান নতুন সংস্করণে উপস্থাপন করেছেন তিনি। যে গানে কণ্ঠ দিয়েছেন সাহানা বাজপেয়ি।  প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজই পরিবেশনার দায়িত্ব পালন করছে ছবির। এলএ

Advertisement