শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত এম ওয়াজেদ মিয়া আইআইসিটি (ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি) ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় এর উদ্বোধন ঘোষণা করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান জানান, দশতলা ফাউন্ডেশনের উপর প্রতিষ্ঠিত এ ভবনটির নির্মাণ কাজ ২০১১ সালের জুলাইয়ে শুরু হয়ে ২০১৪ সালের জুন মাসে চারতলার কাজ সম্পন্ন হয়। ৮০,০০০ বর্গফুট বিশিষ্ট এ ভবনটি নির্মাণে ব্যয় করা হয়েছে ২৩ কোটি ২২ লাখ টাকা।শাবির আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুর রহমান জানান, ২০০৭ সালে প্রতিষ্ঠিত এ ইনস্টিটিউটে বর্তমানে এক বছরের পিজিডি কোর্স চালু রয়েছে। প্রথম ব্যাচের শিক্ষা কার্যক্রম প্রায় শেষের দিকে এবং বর্তমানে ৩০ জনেরও অধিক শিক্ষার্থী শিক্ষা নিচ্ছে।তিনি আরও জানান, শিগগিরই আইসিটি বিষয়ক আরও দুটি পেশাদারি কোর্সের শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ দুটি কোর্স হচ্ছে আইটি সংক্রান্ত মৌলিক দক্ষতা বিষয়ক পেশাদারি কোর্স এবং ওয়েব ডেভেলপমেন্টের উপর বিশেষ পেশাদারি কোর্স। পাশাপাশি আগামী ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে সফটওয়্যার প্রকৌশলের উপর স্নাতক (প্রকৌশল) কোর্স চালুর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি।ভবনটিতে রয়েছে দুটি সুদৃশ্য এবং অত্যাধুনিক গ্যালারি। প্রতিটি গ্যালারিতে একসঙ্গে প্রায় ১০০ জন করে দর্শক বসতে পারে। এছাড়া আইআইসিটি ভবনে একটি বড় কনফারেন্স কক্ষ রয়েছে। তাছাড়া ভবনে পর্যাপ্ত অনলাইন সুবিধা, ওয়াইফাই সুবিধা ছাড়াও প্রজেক্টরের মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের পাঠদানের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।উল্লেখ্য, ২০০৯ সালে মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া চালু করায় উপহার হিসেবে শাবিতে ভবনটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী ।আব্দুল্লাহ আল মনসুর/এসএস/পিআর
Advertisement