দেশজুড়ে

চিকিৎসা শেষে বরগুনায় গুলিবিদ্ধ মহারাজ

ঢাকা মেডিকেলে ১৯ দিন চিকিৎসার পর বরগুনা ফিরেছেন সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. কামরুল আহসান মহারাজ।গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। এসময় তার সঙ্গে গুলিবিদ্ধ হয়েছিলেন আওয়ামী লীগ ও যুবলীগের আরো ৭ নেতাকর্মী। গুরুতর আহত অবস্থায় অ্যাড. কামরুল আহসান মহারাজকে প্রথমে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে মহারাজের আগমন উপলক্ষে শত শত কর্মী ও সমর্থক তাকে বরণ করে নেয়। বেলা ১১টার দিকে মহারাজ তার কর্মী ও সমর্থকদের নিয়ে প্রথমে বরগুনার ফার্মেসী পট্টি এলাকায় আওয়ামী লীগ অফিসে যান। সেখানে শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে বরগুনা প্রেসক্লাব চত্বরে এক সমাবেশে সকল কর্মী ও সমর্থকসহ সর্বস্তরের মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন মহারাজ।সমাবেশ শেষে বরগুনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন অ্যাড. কামরুল আহসান মহারাজ। সাইফুল ইসলাম মিরাজ/এআরএ/পিআর

Advertisement