অর্থনীতি

পতন ধারায় শেয়ারবাজার

ধারাবাহিক দরপতনে শেয়ারবাজার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচক পতনে মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দুই স্টক এক্সচেঞ্জে সূচকের সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।  একই সঙ্গে কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট দর। এনিয়ে টানা দু’দিন দরপতন হলো দেশের শেয়ারবাজারে।বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৫৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরীয়া সূচক ডিএসইএস ৫ পয়েন্ট কমে ১ হাজার ১১৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ২৫১ কোটি টাকা কম। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি কোটি টাকা।বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩২৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৮৪ টির আর অপরিবর্তিত আছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার দর।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ২০ পয়েন্ট কমে ৮ হাজার ৬৫৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ২৮ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ১২ হাজার ৪৪৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৩ পয়েন্ট কমে ১৪ হাজার ২৩১ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ৯৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।সিএসইতে মোট ২৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬ টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত আছে ৩৩ টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩২ কোটি ১৯ লাখ টাকা।এসআই/এএইচ/পিআর

Advertisement