দেশজুড়ে

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত অর্ধশত

হবিগঞ্জের লাখাইয়ে টাকার লেনদেনকে কেন্দ্র করে একই গ্রামে দুুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

Advertisement

শাকিল মিয়া নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২০ মে) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার করাব গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement

আহত কয়েকজন জানান, করাব গ্রামের বাসিন্দা ধান ব্যবসায়ী নজরুল ইসলাম রিমন এবং একই গ্রামের নুর মিয়ার ছেলে আতর আলীর মধ্যে ধানের টাকার লেনদেন নিয়ে বৃহস্পতিবার (১৯ মে) কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে শুক্রবার তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে উভয়ের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে গুরুতর আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শাকিল মিয়া নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জেআইএম

Advertisement