নাগরিক সাংবাদিকতাকে গুরুত্ব দিয়ে যমুনা টেলিভিশনে শনিবার (২৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ভিন্নমাত্রিক টেলিভিশন অনুষ্ঠান মাই রিপোর্ট। প্রতি শনিবার রাত ৯.২০ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে। সাম্প্রতিক সময়ে সারা বিশ্বের প্রেক্ষাপটে নাগরিক সাংবাদিকতা বা সিটিজেন জার্নালিজমের গুরুত্ব গণমাধ্যমগুলোতে বাড়ছে। পশ্চিমা দেশগুলোর মতই আমাদের দেশের সাধারণ মানুষও ধীরে ধীরে নাগরিক সাংবাদিকতায় আগ্রহী হয়ে উঠছেন। সাধারণ মানুষের অধিকার আদায়ের মাধ্যম হিসেবেও আলোচিত হচ্ছে এখন নাগরিক সাংবাদিকতা। সেই সাংবাদিকতাকে গুরুত্ব দিয়ে নির্মাণ করা হচ্ছে মাই রিপোর্ট অনুষ্ঠানটি। অনুষ্ঠানের সব রিপোর্টই সাধারণ মানুষের পাঠানো ভিডিও থেকে প্রচারিত হবে। অনুষ্ঠানটির গুরুত্ব সম্পর্কে সাংবাদিক সুপন রায় বলেন, অনেক দিন ধরেই মূল ধারার গণমাধ্যমে সাধারণ মানুষের ভিডিও-ছবি সংবাদে গুরুত্ব দিয়ে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষকে নাগরিক সাংবাদিকতা সম্পর্কে চর্চা আর নিজের অধিকার-সমস্যা-দুর্ভোগের কথা সবাইকে জানানোর জন্যই মাই রিপোর্ট অনুষ্ঠান। দেশে নাগরিক সাংবাদিকতাকে জনপ্রিয় করতে এই অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি।’ অনুষ্ঠানটির প্রযোজক অভিজিৎ বড়ুয়া। অনুষ্ঠানের গবেষক জাহিদ হোসাইন খান জানান, যমুনা টেলিভিশনে মাই রিপোর্ট অনুষ্ঠানটি পাক্ষিকভাবে প্রতি মাসের শনিবার রাত ৯.২০ মিনিটে প্রচারিত হবে। অনুষ্ঠানে ভিডিও পাঠানোর লিংক: www.jamunatv.net/myreport ফেসবুকে মাই রিপোর্ট: fb.com/myreport.jamuna । এআরএস/পিআর
Advertisement