সাহিত্য

সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণের বইমেলা শেষ হচ্ছে আজ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) উদ্যোগে ২য় বারের মতো আয়োজিত সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণের বইমেলা-২০১৬ আজ শেষ হচ্ছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গত ১০ জানুয়ারি ১২ দিনব্যাপী এ বইমেলার উদ্বোধন করেন। মেলায় ৪০টির মতো প্রকাশনা তাদের স্টল নিয়ে অংশগ্রহণ করেছে। আইনজীবী সমিতি ভবনের ভিতরে নিচতলায় ফাঁকা জায়গায় এবং দক্ষিণ পাশে বিস্তৃত বারান্দায় স্টলগুলো স্থাপন করা হয়েছে। মেলা উপলক্ষে সুপ্রিম কোর্ট বারে উৎসবের আবহ বিরাজ করছে।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, ২০১৫ সালে সুপ্রিম কোর্ট বার প্রথমবারের মতো বার প্রাঙ্গণে বই মেলার আয়োজন করে। প্রথমবার মেলায় ২৩টি স্টল অংশগ্রহণ করেছিল। গত বছর ১৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পাঁচ দিনব্যাপি বইমেলা হয়। এ বছর মেলার মেয়াদও বৃদ্ধি করা হয়েছে। মেলায় আইনের বই ছাড়াও বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রতি বছরই সুপ্রিম কোর্ট বার বইমেলা আয়োজন করবে। খোকন আরও বলেন, আইনজীবী পেশা একটি বুদ্ধিভিত্তিক পেশা। এখানে বই অপরিহার্য বিষয়। এ মেলা সুপ্রিম কোর্টের আইনজীবীদের বই সংগ্রহের ক্ষেত্রে অনেক সহায়ক হবে। মেলায় স্টল ঘুরে দেখা যায়, আইন, আইনের বিভিন্ন নজির, মুক্তিযুদ্ধ বিষয়ক, রাজনৈতিক, শিশু সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে বই স্টললগুলোতে রয়েছে। সুপ্রিম কোর্ট বার-এ বৃহত্তর পরিসরে বইমেলার আয়োজনকে ইতিবাচক পদক্ষেপ উল্লেখ করে আইনজীবীরা জানায়, এ উদ্যোগ সুপ্রিম কোর্ট বারের মর্যাদাকে আরো বৃদ্ধি করেছে। সর্বোচ্চ আদালতের আইনজীবীরা এ মেলায় অনেক উপকৃত হচ্ছে।এফএইচ/এআরএস/পিআর

Advertisement