মতামত

নারী চিকিৎসকদের বিজয়ের গল্প

জন্মের পর থেকেই দেখে আসছি সংখ্যালঘুদের টিকে থাকার সংগ্রাম।

Advertisement

পুরুষশাষিত সমাজে নারীরা সংখ্যালঘু। নারীদের টিকে থাকার সংগ্রাম, নিজেদের প্রমাণ করার সংগ্রাম প্রতিদিন দেখি।

নারীদের প্রতি বৈষম্য নানাভাবে হয়। চোখ খোলা থাকলে তা অনুভব করবেন।

খোদ আমেরিকায়ও তা দেখি।এই চিত্র সর্বজনীন ।

Advertisement

তবে প্রাকৃতিক নিয়মে সংখ্যালঘুদের সংগ্রাম আর আত্মোৎসর্গ একদিন তাদের অভিষ্ঠ লক্ষে নিয়ে যায়।

স্বাস্থ্য খাতে নারীরা এখন আস্তে আস্তে পুরুষ সহকর্মীর মতো সমাধিকারের জন্য নীরবে কাজ করে যাচ্ছেন। এবং অনেকক্ষেত্রে ভালো করছেন।

একজন নারী চিকিৎসকের প্রতিদিনকার সমঅধিকারের যুদ্ধ শুরু হয় মেডিকেল কলেজ থেকে। তার ওপর থাকে অনেক চাপ। তিনি হন মা, স্ত্রী অনেক কিছু।

গত পঁচিশ বছর অনেক তরুণ বাংলাদেশী চিকিৎসক আমার সাথে কাজ করতে আসেন। তাদের অধিকাংশই নারী। তাদের ছোট শিশু লালন পালন করতে হয়, স্বামীকে সাহায্য করতে হয়।

Advertisement

তারপরও তাদের ত্যাগ এবং অধ্যাবসায়ের জন্য তারা এগিয়ে যায়।

এখন আমেরিকায় যেসব তরুণ চিকিৎসক রেসিডেন্সি ট্রেনিংয়ে ঢুকছেন, তাদের অধিকাংশই নারী।

নারীদের তাবৎ অর্জন মানবতার জন্য মাইলফলক।

এ মাসে এ তিনজন তরুণ চিকিৎসক বাংলাদেশ থেকে এসেছেন কাজ করতে আমাদের সেন্টারে। তাদেরও আছে অনেক ত্যাগ ও সংগ্রামের গল্প।

ওরাও জয়ী হবে।

এইচআর/এমএস