সুনামগঞ্জের দিরাইয়ে ঝড়ের কবলে পড়ে ধানবোঝাই নৌকা ডুবে কার্তিক রঞ্জন তালুকদার (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে নিজ বাড়ি থেকে নৌকায় ধান বোঝাই করে বাজারে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
কার্তিক রঞ্জন উপজেলার জগদল ইউনিয়নের রাজনাও গ্রামের ক্ষীতিশ রঞ্জন তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছোট নৌকায় করে কিছু শুকনা ধান ভাঙাতে ছেলে অনুপ তালুকদারকে (১১) নিয়ে বাজারে যাচ্ছিলেন কার্তিক রঞ্জন। বাজারে পৌঁছানোর আগেই হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে নৌকাটি ডুবে যায়। পানিতে পড়ে তিনি ছেলেকে উঁচু করে ধরে রাখেন এবং চিৎকার করতে থাকেন। বিষয়টি পাড়ে থাকা স্থানীয় লোকজন দেখতে পেলে তারা দ্রুত নৌকা নিয়ে ছুটে যান। তারা ছেলেটিকে উদ্ধার করতে পারলেও বাবা কার্তিক রঞ্জন নিখোঁজ হয়ে যান।
Advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দিরাই থানার পুলিশ। বিকেল ৪টার দিকে জাল দিয়ে পানির নিচ থেকে কার্তিক রঞ্জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লিপসন আহমেদ/এসআর/এমএস