জাতীয়

অ্যাম্বুলেন্স তালিকাভুক্তির শেষ তারিখ ৩০ জানুয়ারি

স্বাস্থ্য বাতায়নের জন্য সরকারি বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক ও কর্তৃপক্ষকে আগামী ৩০ জানুয়ারির মধ্যে তালিকাভুক্তির আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য অধিদফতরের নির্দিষ্ট ওয়েব সাইটে (http://16263.dghs.gov.bd/ambulance/ambulance/index.php)  সকল সরকারি বেসরকারি অ্যাম্বুলেন্স তালিকাভুক্তির জন্য সংশ্লিষ্ট মালিক/কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। তাছাড়া বিস্তারিত জানতে ১৬২৬৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধও জানানো হয়। প্রসঙ্গত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের উদ্যোগে স্বাস্থ্য বাতায়ন নামের একটি কলসেন্টার চালু করা হচ্ছে। শিগগিরই এই স্বাস্থ্য বাতায়ানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসকেডি/আরআইপি

Advertisement