বিনোদন

মণিপুরি থিয়েটারের নাটক ইঙাল আঁধার পালা

রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মণিপুরি থিয়েটার মঞ্চায়ন করবে নাটক ‘ইঙাল আঁধার পালা’। আগামীকাল শুক্রবার (২২ জানুয়ারি) বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় নাটকটির ২টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এদিন ঢাকার মঞ্চে নাটকটির নবরূপে উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে।এই নাটকটি মণিপুরি থিয়েটার প্রায় এক দশক আগে মঞ্চে এনেছিল। ঢাকায় নাটকটির মাত্র ১টি প্রদর্শনী হয়েছে। শুক্রবার নবরূপে নাটকটি ফের মঞ্চে নিয়ে আসছে মণিপুরি থিয়েটার। মণিপুরি থিয়েটারের একমাত্র দ্বিভাষিক নাটক এটি (বাংলা ও মণিপুরি বিষ্ণুপ্রিয়া ভাষায়)।প্রেম সিংহ নামের একজন মণিপুরি মৃদঙ্গ-বাদকের করুণ গল্প নিয়ে নাটকটির গল্প আবর্তিত হয়েছে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এতে অভিনয় করবেন, জ্যোতি সিনহা, স্মৃতি সিনহা, শুকলা সিনহা, রাখী সিনহা, সুনীল সিংহ, সুশান্ত সিংহ, উজ্জল সিংহ, বিধান সিংহ, দিপু সিংহ ও সমরজিৎ সিংহ। সংগীতে রয়েছেন শর্মিলা সিনহা। বাদ্যে রয়েছেন বাবুচাঁন সিংহ।অগ্রিম টিকিটের জন্য বুকিং দেওয়া যাবে ০১৭১৭-৩৮৬৬৪৬ এই নাম্বারে। নিয়মিত মূল্যের টিকিট মিলবে ২০০ ও ১০০ টাকার মধ্যে। সহযোগিতামূলক প্রদায়ক আসন পেতে গুনতে হবে ১০০০ ও ৫০০ টাকা।মণিপুরি থিয়েটারের নাটকীয় ফরিয়াদআমরা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার আরও প্রান্তে ঘোড়ামারা গ্রামে নাট্যচর্চা করি। বিগত কয়েক বছর ধরেই নিয়মিতভাবে ঢাকায় নাটক মঞ্চায়ন করছি। আমন্ত্রণের শোগুলো ছাড়াও আমরা নিজেরা হল বরাদ্দ নিয়ে নিজ ব্যবস্থাপনায় বেশ কয়েকবার প্রদর্শনীর আয়োজন করেছি, কেবল দর্শকদের দর্শনী বা টিকেটের ওপর ভরসা রেখে। আমাদের নাটকে দর্শকদের ব্যাপক সাড়া লক্ষ্য করেছি, তারপরও খরচের তুলনায় তা নিতান্ত অপ্রতুল।তাই দর্শকের সহযোগিতা নিয়ে আমরা নিয়মিতভাবে ঢাকায় নাটক মঞ্চায়ন করতে চাই। সে লক্ষ্য নিয়ে আমরা নিয়মিত মূল্যের টিকেটের সঙ্গে বিশেষ প্রদায়ক(১০০০ টাকা ও প্রদায়ক আসন ৫০০ টাকা) এই দুই ক্যাটাগরির বিশেষ টিকেটের প্রচলন শুরু করেছি। এছাড়া ২০০ টাকা ও ১০০ টাকার নিয়মিত মূল্যের টিকিট থাকবে। আমরা বিশ্বাস করি, দর্শকের ভালোবাসা আমাদের নাট্যচর্চাকে এগিয়ে নিয়ে যাবে।’এলএ

Advertisement