একুশে বইমেলা

শামীম খান যুবরাজের ছড়া সাক্ষাৎকার

শামীম খান যুবরাজ। ছড়ারাজ্যে আলোচিত এক নাম। ছড়াকার হলেও নিয়মিত লিখছেন গল্প, কবিতা, উপন্যাস। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একাধিক পুরস্কারও। তরুণ এই ছড়াকার ০৩ ফেব্রুয়ারি, ১৯৮৩ সালে চট্টগ্রামের মীরসরাইয়ে জন্মগ্রহণ করেন। ছড়ায় ছড়ায় এই সাক্ষাৎকারটি নিয়েছেন আরেক তরুণ ছড়াকার জনি হোসেন কাব্যকাব্য:কবে থেকে লেখালেখি হাঁটি হাঁটি পা পা,মনে আছে প্রথম লেখা কোথায় হলো ছাপা?শামীম খান যুবরাজ:এগারতে পা দিয়েছি বিদ্যালয়ে পড়ি,ভূগোল, গণিত, সমাজ নিয়ে নিজের সাথে লড়ি।এমন সময় হাতে এলো ‘টইটম্বুর’ নামের-শিশু-কিশোর পত্রিকাটি ১০টি টাকা দামের।মজার মজার ছড়ায় ভরা মজার মজার ছবির,পাতায় পাতায় জ্ঞানের কথা নামকরা সব কবির। উনিশ শ’ চুরানব্বই-র মাস ছিলো এপ্রিল,প্রথম লেখা ছাপা হলো উঠলো নেচে দিল।প্রথম লেখা ছড়া আমার রেডিওতে-ও বাজে,তারপরে আর পেছন দিকে তাকাতে হয় না যে।শুরু হলো লেখালেখি পড়ছি দিনে রাতে,বন্ধু হলো সখ্য হলো নিত্য বইয়ের সাথে।কাব্য:একটু বলুন ভেবে চিন্তে লিখতে গিয়ে ছড়া,সচরাচর কোন বিষয়ে নজর রাখেন কড়া?শামীম খান যুবরাজ:ছড়া পড়ি ছড়া লিখি ছড়ার সাথে ভাব,ছড়ায় দিতে চষ্টা করি এই হৃদয়ের ছাপ।বিষয়-মাত্রা-অন্ত্যমিলে হয়ে ওঠে ছড়া,এর কোনোটা বাদ গেলে তা যায় না যে আর পড়া।সব বিষয়ে নজরদারি তাইতো রাখি কড়া,কলম থেকে খাতার ভেতর লাফিয়ে পড়ে ছড়া।কাব্য:গল্প? ছড়া? কার পেছনে চলছে এখন লেবার,আসছে সামনে বইমেলাতে কি প্রস্তুতি এবার?শামীম খান যুবরাজ:গল্প-ছড়া দুটোই চলে সমান তালে, তবু-ছড়া লিখে পাই যে মজা ছড়ায় জবুথবু।দুটি বইয়ের পসরা হবে এবার একুশে মেলায়, কল্পকথার বই সাজালাম গল্প-ছবির খেলায়।কাব্য:কোন ঘটনা পড়লে মনে হাসেন নিজে নিজে,কি হতে ঠিক চেয়েছিলেন হয়ে গেলেন কি যে?শামীম খান যুবরাজ:হাসির কথা বলবো কি আর হাসির কি শেষ আছে?আপনমনে হাসতে গেলে পাগল বলে পাছে।তবুও হাসি পড়লে মনে আলম কাকুর মুখ,তাঁর কথাতেই হাসির খোরাক তাঁর কথাতেই সুখ।নায়ক হবার স্বপ্ন ছিলো ছোট্টবেলা থেকে,বড় হয়ে ছড়ার প্রেমে পথটি গেছে বেঁকে।কাব্য:পত্রিকাতে নতুন নতুন লিখছে এখন যারা,কেমন লেখা ভালো লাগে ভীষণ প্রিয় কারা?শামীম খান যুবরাজ:নতুন মুখের ঝাঁক দেখা যায় রাজ কাগজের পাতায়,ছোট্ট বয়স লিখছো যারা নিত্য ছড়ার খাতায়।হচ্ছে ছড়া যাচ্ছে পড়া চর্চাটা হোক আরো,পড়তে থাকো সকাল-দুপুর যখন যেটুক পারো।আমার কাছে সবাই প্রিয় লিখুক সবাই ভালো,জনি তুমি আরো প্রিয় ছড়ায় আগুন ঢালো। কাব্য:করবো না আর প্রশ্ন কোনো এই প্রশ্নটির শেষে,লেখায় কাকে গুরু মানেন বলুন কেন, কে সে?শামীম খান যুবরাজ:কাকে রেখে কাকে বলি সবার কাছেই শিখি,আল মাহমুদ প্রিয় আমার তাঁর প্রেরণায় লিখি।এইচএন/আরআইপি

Advertisement