জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২১ জানুয়ারি ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান’ নিয়ে জাগো জবসের ৫ম পর্বের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : আরবলীগ কত সালে প্রতিষ্ঠা পায়?উত্তর : ১৯৪৫।২. প্রশ্ন : ‘YALTA Conference’ এর একটি লক্ষ্য ছিল-উত্তর : জাতিসংঘ প্রতিষ্ঠা।৩. প্রশ্ন : বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা কত?উত্তর : ১২০।৪. প্রশ্ন : ‘War and Peace’ উপন্যাসের রচয়িতা কে?উত্তর : লিও টলস্টয়।৫. প্রশ্ন : আন্তর্জাতিক রেডক্রসের সদর দফত কোথায়?উত্তর : জেনেভা।৬. প্রশ্ন : সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়-উত্তর : পাগ-মার্ক।৭. প্রশ্ন : বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?উত্তর : ৯৯.৯৭ শতাংশ।৮. প্রশ্ন : বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে?উত্তর : ৩০%।৯. প্রশ্ন : দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?উত্তর : ১৩ জুলাই।১০. প্রশ্ন : ২০০৪ সালের সুনামি ঢেউয়ের গতি ছিল ঘণ্টায়-উত্তর : ৭০০-৮০০ কিলোমিটার।১১. প্রশ্ন : ফিশারীজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?উত্তর : চাঁদপুরে।১২. প্রশ্ন : বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়?উত্তর : ১৯৯৭ সালে।১৩. প্রশ্ন : বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা কতটুকু?উত্তর : ৩৯৭৮ কিলোমিটার। অনেক জায়গায় ৪০৯৬ কিলোমিটার।১৪. প্রশ্ন : মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?উত্তর : ১১.৮ কিলোমিটার।১৫. প্রশ্ন : সমুদ্রপৃষ্ট ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে Climate refugee হবে?উত্তর : ৩.৫ কোটি।১৬. প্রশ্ন : সুনামির কারণ কী?উত্তর : সমুদ্রের তলদেশে ভূমিকম্প।১৭. প্রশ্ন : যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের কী বলা হয়?উত্তর : প্যাথজেনিক।১৮. প্রশ্ন : শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরি?উত্তর : প্রশ্নপত্রে উল্লেখিত সবগুলো।১৯. প্রশ্ন : মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?উত্তর : স্নায়ুতন্ত্রের।২০. প্রশ্ন : ভাইরাসজনিত রোগ নয় কোনটি?উত্তর : নিউমোনিয়া।এসইউ/আরআইপি

Advertisement