ধাঁধা :১. ‘এক মাঘে যায় নাকো, সারা বছর বয় নাকো।’২. ‘এক বুড়ির এক মুখ আর তিন মাথা। সকাল-সন্ধ্যা সে খায় লতা-পাতা।’৩. ‘বাড়ির দুই দরজা দিয়া জল গড়িয়ে পড়ে। হাওয়া ছাড়া আর হাওয়া নেয়ার পরে।’৪. ‘এক বারে দশ শির লতা গাছে ধরে, রমনীর হাতে সে অবশ্যই মরে।’উত্তর :১. শীত২. চুলা৩. সর্দি৪. ঝিঙাএসইউ/আরআইপি
Advertisement