বর্তমানে স্মার্টওয়াচে দেওয়া হচ্ছে নতুন নতুন বৈশিষ্ট্য। ব্লুটূথ কলিং থেকে শুরু করে স্বাস্থ্যের খেয়াল রাখাসহ সবই সম্ভব এতে। এবার এমনই একটি স্মার্টওয়াচ বাজারে এসেছে। ক্রোসবিটসের নতুন স্মার্টওয়াচটির নাম ক্রসবিটস অরবিটস ইনফিনিটি। ফিটনেস প্রেমীদের জন্য উপযুক্ত এ স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। এ ছাড়া গানও শোনা যাবে। এতে আছে ৮ জিবি প্রাইমারি স্টোরেজ, যাতে ১৫০০টি গান স্টোর করা যাবে। আবার এটি ব্লুটুথের মাধ্যমে নেকব্যান্ড এবং ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
Advertisement
এ ছাড়া ১১০টি স্পোর্টস মোড ও অসংখ্য স্বাস্থ্য ফিচার আছে। এতে ইনবিল্ট হেলথ মনিটর হিসেবে আছে হার্ট রেট, এসপি০২ এবং স্লিপ ট্রাকিং সেন্সর। থাকছে সিডেন্টারি রিমাইন্ডারও। স্পোর্টস এবং ফিটনেস প্রেমী প্রতিদিনের ট্রেনিং রেকর্ড ট্র্যাক করতে পারবেন।
ক্রসবিটস অরবিটস ইনফিনিটি স্মার্টওয়াচ ১.৩৯ ইঞ্চি সুপার অ্যামোলেড এবং অলওয়েজ অন (কাস্টমাইজেবল) ডিসপ্লের সঙ্গে পাওয়া যাচ্ছে। এতে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে এবং এর জন্য ইনবিল্ট স্পিকারও আছে। এ ছাড়া ভয়েস রেকর্ড করা যাবে এবং এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে।
এর ডিসপ্লের প্রান্তগুলো সুনির্দিষ্টভাবে সিল করা, যাতে পানি কিংবা ধুলা ভেতরে প্রবেশ করতে না পারে। পাশাপাশি এটি আইপি৬৭ রেটিংপ্রাপ্ত। একবার চার্জে ১৫ দিন পাওয়ার ব্যাকআপ দেবে। আবার এর বিল্টইন পাওয়ার সেভিং মোড ব্যাটারির কার্যকারিতা বাড়াতে সাহায্য করবে।
Advertisement
ভারতীয় বাজারে এ স্মার্টওয়াচের দাম ৬,৯৯৯ টাকা। প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট থেকে ঘড়িটি কিনতে পারবেন আগ্রহীরা।
সূত্র: ডিজিট ইন
কেএসকে/এসইউ/এএসএম
Advertisement