জাতীয়

বাণী-বচন : ২১ জানুয়ারি ২০১৬

বাণীতৃপ্তিধনী হওয়া ধনের উপর নির্ভর করে না; নির্ভর করে মনের তৃপ্তির উপর।– বোখারি ও মুসলিমএকজন ধনী লোকই সংসারে তৃপ্তিহীন বেশি।– সুইফটযে কাজ করে তৃপ্তি পাওয়া যায় সে কাজে আলস্য আসে না।– কুপারজীবন তৃপ্তি যতটুকু দেয় অতৃপ্তি দেয় তার চেয়ে বেশি।– ক্রিস্টিনা রসেটিযে তৃষ্ণার্ত, সে নীরবে জল পান করে।– গ্রীক প্রবাদপ্রবাদওস্তাদের মার শেষেঅর্থ : কোনো কাজের শেষে সাফল্য দেখানোর আশা-এ কথা বোঝাতে বলা হয়।এইচআর/আরআইপি

Advertisement