বিনোদন

চলে গেলেন কত্থক নৃত্যশিল্পী সিতারা দেবী

চলে গেলেন বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী সিতারা দেবী।  মঙ্গোলবার সকালে মুম্বাইয়ের যশলোক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার সকাল থেকে অবস্থার অবনতি হলে ভেন্টিলেটরে রাখা হয় তাঁকে।সিতারা দেবী ১৯২০ সালে কলকাতায় ব্রাহ্মণ কথাকার সুখদেব মহারাজের পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের পরে তাকে ধনলক্ষ্মী নামে ডাকা হত। মুম্বাইতে তাঁর টানা ৩ ঘণ্টা নাচ দেখে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে নৃত্য সম্রাজ্ঞী বলেছিলেন। প্রথমে কে. আসিফ ও পরে প্রতাপ বারোটকে বিয়ে করলেও কোনও বিয়েই সুখের হয়নি তাঁর। এরপর থেকেই নিজেকে আরও বেশি ব্যস্ত করে ফেলেন নাচে।বলিউডে কত্থক নাচকে জনপ্রিয় করে তুলেছিলেন সিতারা দেবী। উষা হরণ, নাগিনা, রোটি, ভাতন, অঞ্জলি ছবিতে তাঁর নাচের মাধ্যমে মুগ্ধ করেছেন হাজারো দর্শকদের। মাদার ইন্ডিয়া সিনেমাটিতে হোলির নাচটি ছিল বলিউডে তাঁর ক্যারিয়ারের শেষ নাচ। এরপর বলিউড থেকে সরে গিয়ে ক্লাসিকাল ডান্সার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।তিনি তাঁর জীবনে সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড , পদ্মশ্রী, কালিদাস, নৃত্য নিপুণাসহ আরও অনেক পুরস্কার অর্জন করেন।

Advertisement