দেশজুড়ে

গোপালগঞ্জে ‘নৌকার পক্ষে কাজ করায়’ যুবককে কুপিয়ে জখম

গোপালগঞ্জের কাশিয়ানীতে জসিম উদ্দিন মোল্লা নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা।

Advertisement

রোববার (১৬ মে) দুপুর ১টার দিকে পিংগলীয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত যুবকের পরিবারের দাবি, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করা নিয়ে পূর্বশত্রুতার জেরে তাকে কুপিয়েছে প্রতিপক্ষরা।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে জসিম উদ্দিন বিয়ের দাওয়াত খেতে বাড়ি থেকে বের হন। পিংগলীয়া মাদরাসার সামনে পৌঁছালে ধারালো অস্ত্র নিয়ে ২০-২৫ জন তার ওপর হামলা করে। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।

Advertisement

গুরুতর আহত অবস্থায় জসিমকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহত জসিমের চাচা বলেন, ‘সাদ্দাম ও রাজীব নামে দুজন এ হামলার নেতৃত্বে ছিল। গত ইউপি নির্বাচনে আমরা ভাতিজা জসিম নৌকার পক্ষে মাঠে কাজ করেছে। তবে নৌকার প্রার্থী হেরে যাওয়ার পর থেকে প্রতিপক্ষ আমাদের হেনস্থা করার চেষ্টা করে আসছিল। আজকে সুযোগ পেয়ে জসিমকে কুপিয়ে ফেলে রেখে গেছে। হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।’

জানতে চাইলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রানা বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এ নিয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মেহেদী হাসান/এএএইচ

Advertisement