খেলাধুলা

সিরিজ সমতার আশা ওয়ালারের

আগের দিন জিম্বাবুয়ে শিবির থেকে বলে দেয়া হয়েছিল ০-২ এ পিছিয়ে থাকলে তারা নিজেদের সেরা খেলাটা বের করে আনে। কথাটা যে শুধু বলার জন্যই বলা হয়নি, তা কাজেই প্রমাণ দিল টিম জিম্বাবুয়ে। ৩১ রানের দুর্দান্ত এক জয় দিয়ে সিরিজে দারুণভাবে ফিরে আসলো সফরকারীরা। ম্যাচ জিতেই সিরিজে সমতায় ফেরারও আশাবাদ ব্যক্ত করলেন জিম্বাবুয়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ম্যালকম ওয়ালার।বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে ওয়ালার বলেন, ‘সিরিজ ২-১ হওয়ায় পরের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। আজকে যা করেছি, পরের ম্যাচে মাঠে নেমে আমরা ঠিক সেগুলোই করার চেষ্টা করব। এই ধরণেরই ক্রিকেট খেলে, সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করব। আশাকরি আমরা সিরিজ ড্র করতে পারব।’দলের জয়ে দারুণ খুশি ওয়ালার। ২৩ বলে এক ঝড়ো ইনিংস খেলে ৪৯ রান করে দলের জয়ে দারুণ অবদান রেখেছেন তিনি। সে সুবাদে ম্যান অব দ্যা ম্যাচের ট্রফিও উঠেছে তার হাতে। তবে নিজের প্রাপ্তির চেয়ে দলের জয়েই বেশি খুশি এই জিম্বাবুইয়ান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে, ছেলেরা অনেক খুশি। ড্রেসিংরুমে অনেক হাসিমুখ দেখা যাচ্ছে, অনেক মজা হচ্ছে। জিততে পেরে ভালো লাগছে। গত কয়েক সপ্তাহে এমন কিছু ম্যাচ ছিল যা আমাদের জেতা উচিত ছিল; কিন্তু শেষে গিয়ে পারিনি। আজ পেরে দারুণ লাগছে।’বৃষ্টিতে বাংলাদেশ কিছুটা সমস্যায় পড়েছে। তাই বিপরীতদিকে জিম্বাবুয়ে কতটুকু সুবিধা পেয়েছে তা জানতে চাইলে বলেন, ‘বৃষ্টিতে আমাদের কাজটাও সহজ ছিল না। বল ভিজে গিয়েছিল, ফিল্ডিং করা সহজ ছিল না। আমাদের স্পিনারা বল গ্রীপ করতে পারছিল না, বোলাররা স্লোয়ার করতে পারছিল না। দ্বিতীয় ইনিংসে পিচ একটু মন্থর হয়েছিল। তবে আমাদের ব্যাটিংয়ের সময় ১২ ওভার ভেজা কন্ডিশনে ব্যাট করতে হয়েছে। আমি তাই নিশ্চিত নই যে বৃষ্টির বড় ভূমিকা ছিল।’আরটি/আইএইচএস/আরআইপি

Advertisement