ক্যাম্পাস

ছুটির দিনেও ক্লাস চলবে ঢাবিতে

লাগাতার কর্মবিরতি করণে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্র-শনিবার ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। বুধবার শিক্ষক সমিতির সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ১১টা থেকে তিন ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।ছুটির দিনে ক্লাস নেয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ। তিনি বলেন, শিক্ষকদের লাগাতার আন্দোলনে শিক্ষার্থীদের পাঠকার্যে কিছুটা হলেও ব্যঘাত হয়েছে। তাই তাদের ক্ষতি পুষিয়ে নিতে শুক্র ও শনিবার ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।    উল্লেখ্য, দীর্ঘ ৯ দিন কর্মবিরতির পর গতকাল (মঙ্গলবার) কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেয়  বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সিদ্ধান্ত অনুযায়ী বুধবার ফেডারেশনভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস পরীক্ষা নেয়া হয়েছে। তবে ব্যতিক্রম ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। এদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোন ধরণের ক্লাস পরীক্ষা নেয়নি।অষ্টম জাতীয় বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার দাবিতে ১১ জানুয়ারি থেকে শিক্ষকরা এ কর্মবিরতি শুরু করেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী কর্মবিরতির মধ্যেও পরীক্ষা নিয়েছেন শিক্ষকরা। এমএইচ/এএইচ/আরআইপি

Advertisement