রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ প্রগতিশীল শিক্ষক সমাজ ১২টি পদে জয়ী হয়েছে। বুধবার সন্ধ্যায় শিক্ষক সমিতির চতুর্থ নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। এ প্যানেলের মোট ১৫টি পদের মধ্যে একটি সদস্য পদের প্রার্থীতা বাতিল হয়ে যাওয়ায় ১৪ জন প্রার্থীর মধ্যে ১২ জন জয়লাভ করেন। সহ-সভাপতিসহ মাত্র দুটি সদস্য পদে জয়লাভ করে ‘নীলদল’ সমর্থিত প্যানেল। মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষকদের প্যানেল থেকে সভাপতি গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক তাবিউর রহমান প্রধান নির্বাচিত হয়েছেন। প্রগতিশীল শিক্ষক সমাজ সমর্থিত প্যানেল থেকে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, কোষাধ্যক্ষ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আলী রায়হান সরকার, যুগ্ম-সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম। সদস্য পদে নির্বাচিতরা হলেন, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ (রিষিণ পরিমল), ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আতিউর রহমান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এইচএম তারিকুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক বকুল কুমার চক্রবর্তী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. শফিকুর রহমান (শফিক আশরাফ), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. একেএম ফরিদ উল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আসিফ আল মতিন।অপরদিকে, প্রগতিশীল প্যানেলের বাইরে ‘নীলদল’ থেকে সহ-সভাপতি পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ এবং দুইটি সদস্য পদে ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সৈয়দ আনোয়ারুল আজিম জয়লাভ করেছেন। প্যানেল থেকে ১২টি পদে জয়লাভ করায় সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ড. সরিফা সালোয়া ডিনাসহ স্টিয়ারিং কমিটির সদস্যবৃন্দ।জিতু কবীর/এমজেড/আরআইপি
Advertisement