এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে বিভিন্ন স্থাপনায় চালানো তাণ্ডবের ঘটনায় দায়েরকৃত মামলায় আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, শহরের কান্দিপাড়া মহল্লার বাসিন্দা জুম্মান (২৫), শিমরাইল কান্দির আদিল (২৪), মুন্সেফপাড়ার পলাশ (৩০) ও পূর্ব পাইক পাড়ার জহির (২৮)।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান মঈন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গত ১২ জানুয়ারি সহিংসতার মামলায় ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে।এর আগে গত ১৭ ও ১৮ জানুয়ারি এই মামলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ চারজনকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।উল্লেখ্য, হাফেজ মাসুদুর রহমান (১৮) নামের এক মাদ্রসাছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ মাদ্রাসাছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব সদর মডেল থানায় ১২টি মামলা দায়ের করা হয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এমজেড/আরআইপি
Advertisement