বিনোদন

আসিফের ‘আকবর নট আউট ফিফটি’র মোড়ক উন্মোচন

বাংলা গানের যুবরাজ সঙ্গীতশিল্পী আসিফ আকবর। জীবনে অনেক চড়াই উৎরাই পেরিয়েছেন তিনি। এসব কিছু্ই এক মলাটে প্রকাশ পেয়েছে শিল্পীর জীবনীগ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’।

Advertisement

শনিবার (১৪ মে) বিকালে রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত গীতিকার গোলাম মোর্শেদ, গায়িকা ফাহমিদা নবী, সুরকার-সংগীত পরিচালক ইথুন বাবু, গায়িকা আলম আরা মিনু, গায়ক সোহেল মেহেদী, কাজী শুভ, মুহিন মোহাম্মদ মিলন প্রমুখ।

প্রকাশনা উৎসবে বইটির লেখক সোহেল অটল বলেন, ‘শিল্পী আসিফের জীবনের ঘটনাপ্রবাহ আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে। তার জীবনের পরতে পরতে রোমাঞ্চকর বিষয় রয়েছে, যা একজন ফিকশন রাইটার হিসেবে আমাকে উদ্বুদ্ধ করেছে জীবনী গ্রন্থ লিখতে।’

অটল আরও বলেন, ‘তাছাড়া শিল্পী আসিফ আকবর সমাজের আলোচিত সেলিব্রিটি। তার জীবনের না-বলা ঘটনাপ্রবাহের প্রতি সাধারণ মানুষেরও আগ্রহ রয়েছে। সত্যি বলতে এ জীবনী গ্রন্থে এমন কিছু আছে যা অনেককেই চমকে দিতে পারে।’

Advertisement

নিজের জীবনী গ্রন্থ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘নানান সময়ে পত্রপত্রিকা কিংবা টেলিভিশন ইন্টারভিউয়ে আমার জীবনের খণ্ডিত অংশ উঠে এসেছে। সব সময় সব কথা বলতেও পারিনি, বলা যায়ও না। এবার মনে হলো- জীবনী গ্রন্থে সেসব অজানা গল্প লিপিবদ্ধ হয়ে থাকুক। সোহেল অটল বেশ ভালো লেখেন। তাকেই এটা লেখার উপযুক্ত মনে হয়েছে আমার।’

আসিফ আকবরের জীবনী গ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’ প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা সাহস।

এমআই/এমএস

Advertisement